ইসলামী সমাজ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, চলমান নাজুক পরিস্থিতির অবসান না হলে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। দুর্নীতি, লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশাহারা। তারা বলেন, আন্দোলনের শুরুতে সরকার শিক্ষার্থীদের কোটা-সংক্রান্ত ন্যায্য দাবি মেনে নিলে শত শত মানুষের প্রাণ ঝরত না। এসব হত্যাকান্ড, গুলির ব্যবহার এবং দেশ ও জাতীয় সম্পদ বিনষ্ট করার কাজে কারা জড়িত যথাযথ তদন্তের মাধ্যমে তাদের বিচার করতেই হবে। সংকট সমাধানে একমাত্র পথ ইসলামের অনুসরণ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউটিটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমির সৈয়দ হুমায়ুন কবীর এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, মো. নুরুদ্দিন, আসাদুজ্জামান, সেলিম মোল্লা, আবু বকর সিদ্দিক, হাফিজুর রহমান প্রমুখ।