নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর মহাখালীতে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন তারা।
নার্সিং শিক্ষার্থীদের এ অবরোধের কারণে বেলা দেড়টার দিকে মহাখালী থেকে তেজগাঁওগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে আশপাশের বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। মহাখালী রেলক্রসিংয়ের সামনের সড়কে গিয়ে দেখা যায়, ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা ডিজি মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন দাবি নিয়ে তারা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন তিনি তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেছেন। তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল।
সোনিয়া আক্তার নামে একজন শিক্ষার্থী বলেন, ‘তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এজন্য আজ আমরা তার কাছে এর ব্যাখ্যা চাইতে এসেছিলাম। এসে দেখি তিনি অফিসে নেই।
তার পদত্যাগের দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি।’