বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে বিএনপি। সম্প্রতি নোয়াখালীতে নিজ নির্বাচনি এলাকায় মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে এ শোকজ করা হয়। গত সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তার কাছে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিএনপি এর আগে গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে বিরত থাকার জন্যও নির্দেশ দিয়েছিল।
দলটি বলেছিল, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগরসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কাছে চিঠি পাঠানো হয়েছিল।