জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম।
গতকাল শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিগত সরকারের সঙ্গে ১৪ দলের বৈঠক হয়।
বৈঠকে কারফিউ এবং কাউকে দেখামাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পেছনে মূলহোতা ছিলেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এ ছাড়া বিগত সরকারের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম তার নিজস্ব সংসদীয় আসন থেকে তার ক্যাডার বাহিনীকে নির্দেশ প্রদানের মাধ্যমে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করান। এতে আহত ও নিহত হয়েছেন অনেক মানুষ। এসব অভিযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৬ নভেম্বর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন আমু এবং ১৮ নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুলকে। বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন তারা।