জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব আয় বাড়াতে দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। একটি পরিবার যেমন তার আয় বাড়লে সমৃদ্ধ হয়। তেমনি বাংলাদেশ পরিবারের সমৃদ্ধি চাইলে রাজস্ব আহরণের বিকল্প নেই। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা অনেক ডেফিসিট বাজেট করেছি। অনেক ঋণ করতে হয়েছে। এগুলো এখন বারডেন হয়ে গেছে। বাংলাদেশের অগ্রগতি টেকসই করতে হলে আমাদের রাজস্ব বাড়াতে হবে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওয়ালটন আয়োজিত ‘এটিএস এক্সপো-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে নিয়ে আসব।
এবং আপনাদের ট্যাক্স দিতে যে তিক্ততা লাগে, সেটা যেন আর না লাগে। উন্নয়ন সহযোগীদের একটাই কথা প্রতি বছর ৩ লাখ সাড়ে ৩ লাখ কোটি টাকা ট্যাক্স ছেড়ে দেওয়া হয় এগুলো কমাতে হবে। এসব কর ছাড় না ফেলে ওয়ালটনের মতো প্রতিষ্ঠান তৈরি হতো না।
আমরা বিভিন্ন কারণে ট্যাক্স ছাড় দিয়েছি। এখন এই ট্যাক্স ছাড় আমাদের কমাতে হবে। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, কর নিয়ে ব্যবসায়ীদের তিক্ততা কমাতে অটোমেশনে জোর দিচ্ছে এনবিআর। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, উরি ব্যাংকের কান্ট্রি হেড জিন হুর, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মিওয়ানাগে প্রমুখ।