বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষে বরিশাল নগরীর দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বস্ত্র বিতরণের আগে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ভারতের পুতুল সরকারকে এ দেশের জনগণ হটিয়ে দেওয়ার পর থেকে তারা অপপ্রচারে নেমেছে। ভারতের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে বিভক্ত করতে পারবে না মন্তব্য করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।
নগরীর প্রায় ৩০০ দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        