মূল্যস্ফীতির কাক্সিক্ষত স্তর অর্জিত না হওয়া পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হবে, ফলে স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৮ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার ১১ দশমিক ৫ শতাংশও অপরিবর্তিত থাকবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মুদ্রানীতি কমিটির ষষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
গত ৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গর্ভনর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা ইয়াসমিন এবং বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম। এ ছাড়া মুদ্রানীতি কমিটির সদস্য সচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মাহমুদ সালাহউদ্দিন নাসের উপস্থিত ছিলেন। কমিটি মনে করে মূল্যস্ফীতি এখনো উচ্চ স্তরে রয়েছে, মুদ্রানীতির অবস্থান সঠিক পথে রয়েছে এবং নীতি সুদহার আর বাড়ানোর প্রয়োজন নেই। কমিটি আশা করে যে, বৈশ্বিক মূল্য দৃষ্টিভঙ্গির নিম্নমুখী প্রবণতা, ভূ-রাজনৈতিক অস্থিরতা হ্রাস, বিনিময় হারের স্থিতিশীলতা, আমন ধানের ভালো উৎপাদনের প্রত্যাশা এবং শীতকালীন সবজির বাড়তি সরবরাহের কারণে মূল্যস্ফীতি কমে আসবে।