রাজধানীর রমনায় একটি ভবনের আট তলা থেকে সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৭টায় প্রথমে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, সুফিয়া আক্তার সুনামগঞ্জের কাউকান্দি চাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। সে রমনার ইস্পাহানী কলোনির ওয়াইসিস আবাসিক এলাকার ৬০৮/বি ৮ম তলায় থাকত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘আমরা খবর পেয়ে ইস্পাহানী কলোনির আট তলা ভবনের বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ওই বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রী কক্সবাজারে বেড়াতে গেছেন। তার বাসায় সুফিয়া আক্তার ছাড়াও আরও দুজন গৃহকর্মী রয়েছেন। প্রতিদিনের মতো তারা তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় সবার অগোচরে বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলে থাকে সুফিয়া আক্তার। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে লাশে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।