ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ টি এম মাহবুবুর রহমান সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের নির্দেশে তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তার ২০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৭৪ সালের ১ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামে জন্মগ্রহণ করে।