পাকস্থলীতে ১ হাজার ৯ পিস ইয়াবাসহ মো. রাজু মোল্লা (৩২) নামে একজন বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গত রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ বিএস-১৪২ ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে এলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন।
এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো ২০ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে ১ হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তার রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।