প্যারিসের ক্যাতসীমা নামক এলাকায় (রুই দা লাপস্ট) শনিবার স্থানীয় সময় ৮টার দিকে আটতলা একটি ভবনে আগুন লাগে। জানা যায়, ওই ভবনের কয়েকটি তলায় সাতটি বাঙালি মেস ও চারটি বাঙালি পরিবার এবং আফ্রিকান কয়েকটা পরিবার বসবাস করেন। প্রায় ১৬০ জনের মতো মানুষ এই ভবনটিতে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন বাংলাদেশি ও অন্যান্য দেশী চারজন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন। বাংলাদেশি দুইজনের মধ্যে একজনের নাম আব্দুর আল মামুন। তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার থানায়। অপরজন সাইফুর রহমানের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানায়।
আব্দুর আল মামুন ও সাইফুর রহমান ভবনটির ৪র্থ তলাতে একটি মেসে বসবাস করতেন। আগুন লাগার পর সিঁড়ি দিয়ে প্রথমে নামার চেষ্টা করেন, সিঁড়িতে আসতেই ধোঁয়া দেখে তারা বাঁচার জন্য ভবনটি থেকে লাফ দিয়ে আহত হন। তবে দুজনের মধ্যে আব্দুর আল মামুন গুরুতর আহত হয়ে হাসপাতালে নেবার পর মারা গেছেন।
প্যারিস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        