চারদলীয় জোট সরকারের আমলে তারেক রহমান সেই সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন লন্ডন প্রবাসী প্রবীণ কলামষ্টি আব্দুল গাফফার চৌধুরী। একই সাথে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্যমূলক পাগল বলেছেন।
সোমবার লন্ডনে যুক্তরাজ্য ছাত্রলীগ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সভায় প্রবীণ এ কলামিষ্ট বলেন, তারেক রহমান এখন আওয়ামী লীগ সরকার না বাংলাদেশের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
তিনি বলেন, তারেক রহমানের পিতা জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। আর তারেক রহমান শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো গ্রেনেড হামলা করে।
	গাফফার চৌধুরী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, তারেক রহমানকে দেশে ফেরত নেয়ার জন্য অবশ্যই ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করা উচিত। তাকে দেশে ফিরিয়ে নিয়ে খুন, জখম, গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, হাওয়া ভবনের দুর্নীতি সব বিচারের কাঠগড়ায় নিয়ে আসার আহবান জানান তিনি। তারেক রহমানকে শাস্তি দেয়া না হলে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ হবেনা। লন্ডনে বসে তারেক রহমানের বক্তৃতায় জাতির জনককে অস্বীকার করে মিথ্যা ইতিহাস বিকৃতভাবে উপস্থাপনের তীব্র নিন্দা জানান তিনি।
	
	 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        