দুবাইয়ে গতকাল ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাই শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সহ সভাপতি নুরুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই বিএনপির সহ সভাপতি ইলিয়াস চৌধুরী।
সংগঠনের সভাপতি এস এম এরশাদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী ফিরোজ কায়ছার, আনোয়ার বিএনপির সভাপতি হুমায়ুন কবির আনসার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহীদুল্লাহ রাব্বি শিমুল, গাজী জাকির হোসেন, আমজাদ হোসেন, জালাল আহমদ, নবাব সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল, মুহাম্মদ বেলাল, মোহাম্মদ হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেই তবে ক্ষমতায় ফিরবেন।’ তনু হত্যার প্রসঙ্গে টেনে সভায় বক্তারা সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘যাদের হাতে দেশ রক্ষার দায়িত্ব তাদের নাকের ডগায় এমন লজ্জাজনক ঘটনা জাতিকে কলঙ্কিত করল।’ যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তিরও দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা