মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রবিবার স্থানীয় সময় রাত ১০টায় রিয়াদের বাথাস্থ আল মারজান হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্ম আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি জনাব আবুল বশির।
স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিন ফরাজী, নুরুল আলম, শাহজাহান সাজু, এনামুল হক, প্রসাফ'র সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মনির, অর্থ সম্পাদক নুরুল আনোয়ার, দপ্তর সম্পাদক আব্দুল হালিম নিহন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ভুট্টু, মাসুদ পারভেজ খান, আরিফ মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে বর্তমান সময়ের আলোচিত সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাসহ সকল হত্যা ও ধর্ষণের বিচার দাবি করেন প্রবাসী সাংবাদিকরা।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা