মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত-এর সাফাত অঞ্চল শাখার উদ্যোগে রবিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাফেজ খুরশিদ আলমের সভাপতিত্বে ও শফিউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অহিদুর রহমান। অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন বক্তারা। কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি কামনা ও সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা