বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গত ৯ আগস্ট কুয়েতের মহামহিম আমির শেখ সাবাহ্ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর কাছে পরিচয়পত্র প্রদান করেন। কুয়েতে আসার পর এই প্রথম প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন রাষ্ট্রদূতকে। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি, কুয়েত এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
গত বৃহস্পতিবার রাতে মালিয়ায় হোটেল সুইচবেল প্লাজায় সংগঠনের সভাপতি এম আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও প্রধান শেখ আকরামুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট এম এ কামরুল হাসান খান (আসলাম) সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বাংলাদেশ, আনিসুজ্জামান প্রথম সচিব বাংলাদেশ দূতাবাস কুয়েত, বাংলাদেশ ইন্টারনেশনাল স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান শহীদ ইসলাম পাপুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েত-এর সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, ডা. মনিরুজ্জামান মনির, সংগঠনের সহ-সভাপতি, মালেক মোল্লা মানিক, মশিউর রহমান বাচ্চু, হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ।
আলোচনায় প্রবাসীরা ফরিদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ ভালো-খারাপের দিক তুলে বক্তব্য রাখেন সাংবাদিক মো. ইয়াকুব, আওয়ামী লীগ নেতা আতাউল গনি মামুন, মনির হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা মোয়েজ উদ্দিন আহম্মেদ, ফয়েজ কামাল, বাহার উদ্দিন বাহার, রফিকুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ সভাপতি মো. হানিফ মিয়া, জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপির সহ-সভাপতি শোয়েব আহম্মেদসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ