বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টায় কোপেনহেগেনের ক্রাউন প্লাজা হোটেল লবিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, আমির হোসেন, আবদুল আল জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাঙালিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিটি জনগণ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সুতরাং বাংলাদেশের উন্নয়নে প্রবাসী সবাইকে একযোগে কাজ করতে হবে।
ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি ও পররাষ্ট্রমন্ত্রীর গৃহীত কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে বাংলাদেশ গঠনের প্রবাসে আওয়ামী লীগ এ আধুনিক, মেধাবী, পরিশ্রমী নেতৃত্বের প্রসার গঠনে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিডি প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম