সদ্য প্রয়াত কবি শহীদ কাদরী স্মরণে আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ (৭৭ স্ট্রীট ও ৩৭ এভিনিউ)-তে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভায় আলোচনা, কবিতা, গান ও স্মৃতিচারণের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হবে। এতে অংশ নেবেন কবির নিকটতম বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পাঠকগণ। এতে কবির সহধর্মিনী নীরা কাদরী ও একমাত্র ছেলে আদনান কাদরী উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে উৎসাহী প্রবাসী বাংলাদেশিদের অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম