অপহরণের দায়ে এক বাংলাদেশী নাগরিকসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত।
দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ইবরনি (৩৬), জয়নাল নয়ন (৩২), জাহাঙ্গীর আলম আবুল হাসিন, সাইফুল সোনা মিয়া ও বাংলাদেশী নাগরিক আকবর (২৬)।
সোমবার মালয়েশিয়ার স্থানীয় একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল হাফিজুদ্দিন রামলি এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, এই পাঁচ সদস্যের দল ৮ বাংলাদেশী নাগরিক ও ১ মিয়ানমার নাগরিককে অপহরণ করে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০০০ রিঙ্গিত মুক্তিপণ দাবি করে।
আসামিপক্ষ ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল না করলে হাইকোর্টের অনুমতি নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন