মালয়েশিয়ার লরং পানতাই কেলানাং এলাকা থেকে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, সৈয়দ আলী নামের চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে সৈকতের কাছে নিয়ে আগুনে পোড়ানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
কুয়ালা লাঙ্গাট জেলা পুলিশের প্রধান জাইলান তাসির জানান, রবিবার মধ্যরাতে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির পোড়া লাশ উপুর হয়ে পড়ে থাকতে দেখেন।
নিহতের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তার পিঠ ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
সূত্র: বিডিনিউজ
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন