দেশে গ্যাসের মূল্য বৃদ্ধি, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা অব্যাহত রাখার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ইতালি বিএনপি।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, ইমদাদুল হক মৃধা, মইনুল আলম খোকন, মাসুম বিল্লা, ফিরোজ খান, কাদের বেপারী, আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ও রানা মোল্লা।
এছাড়া রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক আবুল বাশার, ইতালি যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আগামী ৭ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবসে সমাবেশ করার ঘোষণাও জানিয়েছে রেখেছে ইতালি বিএনপি।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৭/মাহবুব