রোম কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় কমিউনিটি অ্যাওয়ার্ড অর্জন করেলন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ইতালি শাখা।
ইতালির বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন থেকে কমিউনিটির সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় হিউমেনিটি অ্যাওয়ার্ড পেলেন সামাজিক সংগঠন ইপিবিএ ইতালি শাখা। গত রোববার ফ্রান্সের পিংক সিটি হিসেবে খ্যাত তুলুজে স্থানীয় একটি মেরির হলে এ অ্যাওয়ার্ড হাতে তুলে দেন তুলুজ সিটি ডেপুটি মেয়র জিলানি লাহিয়ানী। অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ইপিবিএ ইতালির শাখার সভাপতি, ইতালি মহিলা সমাজ কল্যাণ সমিতির সভানেত্রী, নারী নেত্রী, লায়লা শাহ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন ইতালির বাংলাদেশি কমিউনিটিতে এ স্বীকৃতি ইউরোপের সকল সংগঠন ও কমিউনিটি কর্তাদের উদ্যোমী হতে উৎসাহিত করবে। এসময় তিনি আয়োজক সংগঠন এর সভাপতি ওসমান হোসেন মনিরের প্রতি কৃতজ্ঞতা জানান।
অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইপিবিএ ইতালি শাখার সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান রবিন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন