জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বলেছেন, শান্তিরক্ষা মিশনে দীর্ঘ অবদান ছাড়াও সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে অবিস্মরণীয় ভূমিকার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হলে প্রকারান্তরে নোবেল কমিটিই গৌরবান্বিত হবেন। কারণ, নিজেরা নানাবিধ সংকটে থাকা সত্ত্বেও লাখ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় ও খাদ্য প্রদানের সিদ্ধান্তটি শুধু সাহসিকতারই পরিচায়ক নয়, পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও তুলনাহীন।
বুধবার রাতে নিউইয়র্কে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এই রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ যাবৎ শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অনেকের বিরুদ্ধেই নানাবিধ অশান্তির সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। শেখ হাসিনা তাদের মতো নন। বিগত দিনে রাষ্ট্র পরিচালনায় বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের মধ্য দিয়ে নিজেকে শান্তির অন্যতম প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন।
ড. মোমেন বলেন, গত ৯ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটেছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে চলেছে। নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা এখন আর কেউই অস্বীকার করতে পারে না। এসব সম্ভব হয়েছে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্যে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা