প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাপারে প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে নিউ ইয়র্কে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম।
নিউ ইয়র্কে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তারিক চৌধুরী দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউল আলমের উপস্থাপনায় ৪ অক্টোবর আয়োজিত সভায় এ দাবি জানানো হয়।
প্রধান বিচারপতিকে নিয়ে চলমান ঘটনাবলীর নিন্দা করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ -সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, এটা ব্যক্তি এস কে সিনহার জন্য প্রতিবাদ নয়, এটা হচ্ছে বাংলদেশের সর্বোচ্চ আদালতের প্রতি অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ। অবিলম্বে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করা না হলে জনমণে সৃষ্ট বিভ্রান্তি দূর করা সম্ভব হবে না।
সভায় আরও বক্তব্য দেন বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হক, বিএনপি নেতা মার্শাল মুরাদ, মিরসরাই সমিতির সভাপতি ও কম্যুনিটি এ্যাক্টিভিস্ট কাজী নয়ন প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা