একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো সিঙ্গাপুর প্রবাসী আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সময় রাত ১২টায় মোস্তাফ সেন্টার এলাকায় সিঙ্গাপুর আওয়ামী লীগ শাখা কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি এ সম্মান জানানো হয়। শহীদ বেদিতে ফুল দিয়ে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা।
এসময় সিঙ্গাপুর আওয়ামী লীগ শাখার সভাপতি মো. সালাউদ্দিন তন্ময় রানা’র নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির আহাম্মেদ জ্যাক, সহ-সভাপতি মো. সুমন ভূইয়া, সহ-সভাপতি মো. তুহিন বেপারী, প্রচার সম্পাদক মো. শিপন আহামেদ সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কে এইচ আলামিন, সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি স্বপন মাদবরসহ বিভিন্ন সহযোগী অংগসংঠনের নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান