ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বুধবার কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
সকাল ৯টায় কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বাণী পাঠ করেন শুনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, ৩য় সচিব মনিরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন