মদিনা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মদিনার স্থানীয় হোটেল আল ফৌজানে এ সভা অনুষ্ঠিত হয়।
মদিনা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী পাটওয়ারী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া।
সংগঠনের সহ সভাপতি শফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মামুনুল হক চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মীর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খলিফা। এছাড়া অনুষ্ঠানে মদিনা জেলা আওয়ামী যুবলীগ ও মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন