বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইফতার বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা গিয়াস আহমেদ এ তথ্য জানিয়েছেন।
জ্যাকসন হাইটসে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী প্রবাসীরা এই কর্মসূচি গ্রহণ করেছেন। ৭৩ স্ট্রিটে বাংলাদেশি বাণিজ্যিক পাড়া থেকে এই ইফতার বিতরণ করা হবে সবার মধ্যে। এরপর বাদ মাগরিব জ্যাকসন হাইটস মসজিদে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন গ্রুপের পক্ষ থেকেও দোয়া-মাহফিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, আটলান্টিক সিটি, বস্টন, মিশিগান, পেনসিলভেনিয়া এবং ওয়াশিংটন মেট্রো এলাকাতেও দোয়া-মাহফিল হবে।
বিডি প্রতিদিন/ফারজানা