বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুধু জামিনে মুক্তি নয়, তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে আন্তর্জাতিক জনমত গড়া হচ্ছে। মার্কিন কংগ্রেসসহ জাতিসংঘে দেন-দরবার চলছে। সকলেই গভীর দৃষ্টি রেখেছেন বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে গণতান্ত্রিক সমাজ-ব্যবস্থার ওপর। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন লাভে সক্ষম হবে। ঘন ঘন ভারত সফর করে বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানো সম্ভব হবে না।
২৭ মে রবিবার তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদলের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মাহফিল পরিচালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা সাঈদুর রহমান সাঈদ, তারেক পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আছাদউল্লাহ আসাদ, জাহাঙ্গির কবীর বাবলু, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, এনামুল কবির অপু, সাইফুল ইসলাম অপু প্রমুখ।
মহাসচিব জসীমউদ্দিন ক্ষোভের সাথে বলেন, তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সরকার আবারও প্রহসনের নির্বাচনের ফন্দি করেছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না।
আকতার হোসেন বাদল বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার সাড়ে পাঁচ বছর অতিবাহিত হচ্ছে। পদ-পদবির কাঙাল নই, আমরা কাজ করছি বিএনপির চরম দুর্দিন কাটিয়ে উঠার অভিপ্রায়ে। দেন-দরবার চলছে মার্কিন কংগ্রেস ও স্টেট ডিপার্টমেন্টে। ১/১১ পরবর্তী সময়ের চেয়েও ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারে।
বিডি প্রতিদিন/ফারজানা