প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরকে ঘিরে দেশটিতে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দুই বছর পর প্রথমবারের মতো আওয়ামী লীগ নেতারা এক সাথে দলীয় সভা এবং ইফতারে অংশ নিয়েছেন।
রবিবার ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সভায় অংশ নেন। সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফরকে সফল করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা।
কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ এবং কুইবেক আওয়ামী লীগের বিশেষ এই আলোচনা সভায় মন্ট্রিয়ল থেকেও উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে কুইবেকে জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডা যাচ্ছেন শেখ হাসিনা। আগামী ১০ জানুয়ারি টরন্টোর ডাউন ডাউনে মেট্টো কনভেনশনে সেন্টারে তাঁর সম্মানে গণসংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ।
সূত্র: নতুন দেশ.কম
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৮/মাহবুব