দেশের অনেক উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার রিয়াদে প্রবাসী লাকসাম-মনোহরগন্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তাজুল ইসলাম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভুমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার নির্বাচনী এলেকায় দুইজন ইউপি চেয়ারম্যান আছেন যারা প্রবাসী। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মাসুদ পারভেজের সভাপতিত্বে মোহাম্মদ সোহাগ ও স্বপনের যৌথ সন্চালনায় অনুষ্ঠানে দুতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম মিলন, সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন ফিরোজ, আব্দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বশির, আইন বিষয়ক সম্পাদক কাজী নাজিবুল মোবারক, পরিষদের সভাপতি মেহাম্মদ আলী নুর, সাধারণ সম্পাদক এম আর মাহবুব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মোহাম্মদ আব্দুস সালাম, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি আব্দুল জলিল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদ মাতব্বর, কৃষিবিদ শামীম আবেদীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিয়াদের আওয়ামী পরিবারের সকল সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পুর্ব মুহুর্তে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর