পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিংগাপুর স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিঙ্গাপুর আওয়ীমী লীগের সভাপতি সালাউদ্দিন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংন্দী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদের সঞ্চলনায় এতে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের আহবায়ক কে এইচ আল আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি জাকির হোসেন জ্যাক, সহ-সভাপতি আলেক হোসেন, সিঙ্গাপুর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ সোবহান, সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক জে পি তালাস।
অনুষ্ঠানে প্রধান অতিথী তার বক্তব্যে সিঙ্গাপুরে আওয়ামী পরিবারের মধ্যে ঐক্যের ভূয়াষী প্রশংসা করেন এবং সকলের জন্য অনুকরণীয় বলে অবিহিত করেন, বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময় বলেন পবিত্র রোজার মাসে কোন প্রতিবেশী যেন অনাহারে না থাকে সেদিকে লক্ষ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এবং ঈদের খুশী সবাইকে ভাগ করে নেওয়ার জন্য সকলে সহযোগিতা করতে বলছেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।
সিনিয়ার সহ সভাপতি জাকির হোসেন জ্যাক তার বক্তব্য বলেছেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের সদস্য সোহেল রানা, যুগ্ম আহবায়ক মিলন রহমান, সদস্য সোহেল সিকদার মিথু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো রাসেল, ছাত্রলীগের সিনিয়ার সহ সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন, সাংগঠনিক সম্পাদক আরেফিন বুলেট।
আলোচনা সভা শেষে সিঙ্গাপুর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. খসরুর দোয়া ও মোনাজত পরিচালনা মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আলাচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/হিমেল