বিএনপি'র প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও পবিত্র রমজান উপলক্ষ্যে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সময় বিকাল ৫টায় রাজধানী কুয়ালালামপুরের রাজধানী রেস্টুরেন্ট এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মালয়েশিয়া বিএনপি সভাপতি (প্রস্তাবিত) মো. শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ বোরহান ও বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর হোসেন।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত রাষ্ট্রপতিকে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বক্তারা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি যুগ্ন-সাধারন সম্পাদক মো. মিন্টু, কামাল উদ্দিন রানা, ইমন হাসান, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, আনোয়ার হোসেন রনি, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল হামিদ, জহির আহমেদ, মো. শওকত, রতন, আবু সায়েদ সোহাগ ও যুবদল যুগ্ন-সাধারণ সম্পাদক মো. নাসির মোল্ল্যাহ, সমবায় দল সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপির সকল অংসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব