বিএনপি‘র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং সংগঠনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি স্পেন শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে দাবী করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি স্পেন শাখার সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন মনু ,আবুল খায়ের, সহ সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমেদ সামসু, মিল্টন ভূঁইয়া কচি, আবু তাহের, মনির আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির রিগ্যান, শেখ কবির, সানুর মিয়া সাদ প্রমুখ।
ইফতারের পূর্বে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান