মার্কিন কংগ্রেসে নিউইয়র্ক-৫ আসনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে অবতীর্ণ বাংলাদেশি-আমেরিকান মিজান চৌধুরীর তহবিল সংগ্রহের জন্য সমাবেশ হবে। আগামী ৩ জুন ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে কমফোর্ট ইন হোটেলের বলরুমে এ সবাবেশ অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন এলাকার প্রবাসীরা এ আয়োজন করেছে। ইফতার গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হওয়া এ অনুষ্ঠানে বিশেষ সম্মানীত অতিথি থাকবেন ভার্জিনিয়া এশিয়ান আমেরিকান ককাসের চেয়ার ডিউইটা সোয়েহারজানো, প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ও ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র ড. নীনা আহমেদ, আমেরিকা মুসলিম ককাসের প্রেসিডেন্ট গাজালা সালাম, ভার্জিনিয়া স্টেট সিনেট প্রার্থী জেসমীন মুয়াওয়াদ, স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজের সাবেক কম্যুনিকেশন্স ডাইরেক্টর টবি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির জ্যামাইকায় বাংলাদেশি অধ্যুষিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৫ এর বর্তমান কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সকে হটাতে চাচ্ছেন মিজান চৌধুরী। কারণ, বাংলাদেশিদের তেমন কোনো উপকারেই আসেন না গ্রেগরী। সেই অভাব পূরণ করার মধ্য দিয়ে উঠতি কম্যুনিটি হিসেবে বাংলাদেশিদেরকে মূলধারায় জোরালো অবস্থানে অধিষ্ঠিত করার সংকল্প ব্যক্ত করছেন মিজান চৌধুরী।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব