বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে ৩০ মে বুধবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে ইফতার মাহফিল হলো ‘সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় ব্রুকলিনের এ জনপদ।
রাঁধুনী রেস্টুরেন্ট কানায় কানায় পূর্ণ হলেও ইফতার পরিবেশনের শৃঙ্খলা ছিল অভূতপূর্ব। বিভিন্ন বয়সী রোজাদারকে অভ্যর্থনা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর কবীর।
মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা হাজী আব্দুল কাদের মিয়া, সংগঠনের প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ, সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ইলিয়াস, বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট হাজী আবুল হাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত উল্লাহ চৌধুরী, হোস্ট সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা মানিক, কম্যুনিটি লিডার হেদায়েতউল্লাহ মিন্টু, হাজী গোলাম মোস্তফা, অধ্যাপক শাহ নেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, নজরুল ইসলাম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল হান্নান পান্না, সহ সভাপতি হেলালউদ্দিন, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টিও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, মো, ইদ্রিস আলম, মামুনুনুল হক, এ টি এম মাসুদ, এটি এম রানা, ফজলুল কাদের, ফয়সাল আহমেদ, আবুল হাসান মহিউদ্দিন, আশরাফ হোসেন, আবুল বাশার প্রমুখ।
ইফতারের প্রাক্কালে মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সুলতান মাহমুদ।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব