নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে সোমবার ইফতার করেছে যুক্তরাষ্ট্রের বরিশাল বিভাগীয় সমিতি। তবে বরিশাল ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা এতে অংশ নেন। এতে তারা পরস্পরের সহযোগী হয়ে কম্যুনিটির কল্যাণে আত্মনিয়োগের কথা বলেন।
সংগঠনের প্রেসিডেন্ট এইচ এম লুৎফর রহমান লাতুর সভাপতিত্বে এই মাহফিল পরিচালনা করেন সেক্রেটারি এম এ তালেব খান পান্না।
পবিত্র কোরআন থেকে পাঠ ও পবিত্র রমজানের ফজিলত বর্ণণা করেন হাফেজ মাওলানা ওয়াছিম সিদ্দিকী। এরপর দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহমুদুর রহমান মিয়া। মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মাহবুবুর রহমান, ড হুমায়ূন কবীর, মঞ্জুর মোর্শেদ, যাকির হোসেন হাওলাদার, মো আলামিন, মো জাহিদ হোসেন, সরদার জাহিদ হোসেন, রেজবুল ইসলাম, মো কায়েস, জহিরুল ইসলাম, হেলালুর রহমান, লিমা খান, মিতা হক প্রমুখ।
মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি লুৎফর রহমান লাতু বলেন, এখন সময় হচ্ছে পরস্পরের সহযোগী হয়ে প্রবাসীদের কল্যাণে আত্মনিয়োগের। এখন সময় হচ্ছে প্রবাসের অভিজ্ঞতায় প্রিয় মাতৃভূমির কল্যাণে কাজ করার।
বিডি প্রতিদিন/ফারজানা