জেদ্দায় বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগ পরিবারের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেদ্দার একটি হোটেলে ৩৭ সদস্য বিশিষ্ট বিশিস্ট প্রবাসী বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগ পরিবারের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন কমিটি নবনিযুক্ত আহ্বায়ক মামুন শাহাদাত হোসেন। সংগঠনের সদস্য সচিব মো. সোলায়মান কবির খোকন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য দেলোয়ার হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেদ্দা জাতীয় শ্রমিক লীগ সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা হুমায়ন কবির, মোজাম্মেল হক মোল্লা, কামাল হোসেন, প্রকৌশলী এমদাদুল হক, নিজাম উদ্দিন ইদু মিয়া, আবুবকর সিদ্দিকসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে স্ব স্ব এলাকায় নৌকার প্রার্থীকে বিজয় নিশ্চিত করাসহ দ্রুত কুমিল্লা বিভাগীয় কার্যক্রম শুরু করার আহবান জানান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান