পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনে প্রবাসীদের সম্মানে যৌথভাবে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাহরাইনস্থ জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ও জালালাবাদ যুব সংঘের মহররক শাখা।
বৃহস্পতিবার স্থানীয় মহররক আলমাস রেষ্টুরেন্টে স্থানীয় সময় বিকেল ৫ টায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের আহবায়ক রজব আলীর সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু।
সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ যুব সংঘের মহররক শাখার সভাপতি মতিউর রহমান চুন্নু,মানিক হোসেন, এছাড়া বাহরাইনে বাংলাদেশ সোসাইটির সভা পতি ফুয়াদ তাহের শান্তনূ,সাবেক সহ সভাপতি মো. সুমন, সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল,বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সভাপতি শাহজালাল,যুগ্ন সাধারন সম্পাদক মানিক হাসান মিলু,লিন্নাস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জয়নুল আবেদীন,বাংলাদেশ স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী আইনুল হক,বাহরাইন ফাইন্যান্সিংকোম্পানী (বিএফ সি)র ভিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইফতেকার আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল,সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহম্মেদ। এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্ভাব্য সাংগঠনিক সম্পাদক মাছুম আহম্মেদ, সুমন আহম্মেদ,টিপু, জাতীয়তাবদী স্বেচ্ছাসেবক দলের মহররক শাখার সভাপতি মোক্তার খান,দারা মিয়া,মৌলুল আজম,মুকিদ আহম্মেদ,নাছির মিয়া,রাকিবুল ইসলাম,ফারুখ আব্বাসী,বাচ্ছু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে ইফতার পরিবেশন ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শাহ মুজাম্মেল আলী।
বিডি-প্রতিদিন/ ই-জাহান