বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি।
বৃহস্পতিবার জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
মীর মনিরুজ্জামান তপন ও মোহাম্মদ সাহজাহান এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান। বিশেষ ছিলেন, বিএনপি নেতা প্রকৌশী নুরুল আমিন, এম এ আজাদ চয়ন, আব্দুল মান্নান, মোহাম্মদ আলি, কেফায়েত উল্লাহ্।
এরপর খালেদা জিয়ার কারামুক্তি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কমনা করে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান