নারী ক্ষমতায়নে সফল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম ক্যারোল ব্যুরো বোননার্ড। একইসঙ্গে তিনি সামাজিক ও অর্থনৈতিক সূচকে ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেন।
সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলিতে পৌঁছালে ক্যারোল ব্যুরো বোননার্ড তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে তারা দুই দেশের সংসদীয় চর্চা ও রীতিনীতি, নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, উভয় দেশের পার্লামেন্ট বিভিন্ন ইস্যুতে একত্রে কাজ করতে পারে। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ফ্রান্স বাংলাদেশ মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট ড্যানিয়েল অবনোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মং জারনি। তারা রোহিঙ্গা ইস্যুতে মতবিনিময় করেন। ড. মং জারনি রোহিঙ্গা, রাখাইন স্টেট বিষয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।
স্পিকার ইতিহাসের সঠিক তথ্য কুলে ধারার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গাদের অধিকার সংরক্ষণ ও শান্তিপূর্ণভাবে স্থায়ী প্রত্যাবাসন। এজন্য মিয়ানমারকেও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন সাগুফতা ইয়াসমিন এমপি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
বিডি প্রতিদিন/১ জুন ২০১৮/হিমেল