বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম ভুঈয়া নুর।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি এড.সিদ্দিকুর রহমান এমরান। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান কমল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরীফ হোসেন খান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডা. গোলাম হাসনাইন সোহান, জাকির হোসেন, ইসতিয়াক হোসাইন খান তারেক, মামুনুর রশীদ চৌধুরী, দেলোয়ার হোসেন রিপন, বাকের হোসেন, হাজী আবু জাফর মোল্লা, কবি শাহানুর, সোরহাব হোসেন লিটন, বিপ্লব হোসেন আজাদ, হানিফ মুন্সী, নিজাম উদ্দিন শিমুল, রেজাউল করীম মিরাজ, জিয়াউর রহমান ভুইয়া, আব্দুল মতিন, মোল্লা মনির, সোহাগ মাহমুদ, বাচ্চু আকন, মাইনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, রিয়াদ মহানগর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল