জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি আদায়ে প্রবাসীদের সোচ্চার থাকার আহবান জানালেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।
গত শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি সেন্টারে প্রয়াত হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মৃতিচারণ ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই আহবান জানান। এই আলোচনায় সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি তারেক চৌধুরী দীপু।
নিউইয়র্কে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় বিএনপির ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম আরো বলেন, "সামনের কয়েকটি মাস খুবই গুরুত্বপূর্ণ। সে সময়ে সকলকে দেন-দরবার করতে হবে আন্তর্জাতিক মিত্রদের সমর্থন সুসংহত করতে।"
এসময় তিনি সালাম উল্লেখ করে বলেন, "বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ভদ্রলোক এবং দেশপ্রেমিক লোকজনের পক্ষে বাংলাদেশ কোনভাবেই নিরাপদ নয়। বিচার বিভাগের ওপর আস্থাহীনতা ক্রমেই বাড়ছে।"
বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, "ঈদের পর প্রবাসীরাও আন্দোলনের রূপরেখা অনুযায়ী কাজে আগ্রহী। আমরা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।"
এ সময় প্রদত্ত বক্তব্যে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, "বেগম জিয়াকে সাজানো মামলায় কারাগারে রাখা হয়েছে। এর চেয়ে কঠিন সংকট আর হতে পারে না। তাই এখন সময় হচ্ছে দুর্বার আন্দোলনের। আমরা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ন্যায় নেতৃত্ব চাই।"
সদস্য-সচিব বদিউজ্জামান বদির পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, যুগ্ম সম্পাদক কাজী আজম, সাবেক আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভূইয়া, হোস্ট সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাকসুদ এইচ চৌধুরী, রাজনীতিক-কলামিস্ট আলী ইমাম শিকদার এবং বিএনপি নেতা মার্শাল মুরাদ।
শেখ হায়দার কতৃক পবিত্র কোরআন থেকে পাঠের মধ্য দিয়ে শুরু এ আলোচনার সমাপ্তি ঘটে ইফতারের মাধ্যমে। এ সময় আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সৈয়দ ওয়াহিদুল আলম, সদ্য প্রয়াত মিল্টন ভূইয়ার মাতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি নেতা ফিরোজ আহমেদ, রফিকুল মাওলা, নাসিম আহমেদ, বাবুল চৌধুরী, মশিউর রহমান, ফারুক মজুমদার, সাঈদুর খান ডিউক, জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর