বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ রবিবার দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে বিএনপি মালয়েশিয়া তামিংজায়া শাখা।
তামিংজায়া শাখা বিএনপি সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. শহীদ উল্যাহ।
সাধারন সম্পাদক আবু ছালেহ মোহা. মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, তামিংজায়া বিএনপি উপদেষ্টা মো. আনিছ, শাহ আলী মোল্লা ও মো. মাঈনুল ইসলাম প্রমুখ।
এসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ বাংলাদেশ সহ সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তামিংজায়া শাখা বিএনপি সিনিয়র সহ সভাপতি: মো. মনির, সহ সভাপতি মো. বাবুল, মো. শাহজাহান, মিরাজুল ইসলাম মিরাজ, মো. আব্দুল্লাহ, মো. বাসেদ, যুগ্ন-সাধারন সম্পাদক মো. শাহজালাল মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন, রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো. মনির (ছোট) , সহ প্রচার সম্পাদক মো. মোশাররফ, সহ দপ্তর সম্পাদক মো. সহেল, বি এন পি নেতা এছহাক, মো. মোশাররফ, মো. আলেক, মো. সুজন, মো. জালাল, মো. টিটু, মো. আজিজ সহ প্রায় ৫ শতাধিক দলের নেতা কর্মী ও প্রবাসীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।
বিডি-প্রতিদিন/ ই-জাহান