রিয়াদে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনাম কমিউনিটি সেন্টারে রবিবার আয়োজিত মাহফিলে হাজির ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সভাপতি মোহাম্মদ আবুল বশির, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ (রিয়াদ আওয়ামী লীগ) এর সহসভাপতি আফসার হোসেন বোরহান, ঢাকা মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব পুর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি এডভোকেট সিদ্দিকুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কমল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি হাজী আলমগীর হোসেন প্রমুখ।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি আলহাজ আবু সাইদ।
অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স আহমেদ, দফতর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার প্রবাসীরাও এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা