'এখন আমাদের দাবি একটাই, তা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। এজন্যে আমরা মার্কিন বন্ধুদের সাথে লবিং চালাচ্ছি। তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাকে জেলে নেয়ার ঘটনায়। বেগম জিয়াকে জেলে নেয়ার পর আমরা পদ-পদবির কথা ভুলে গিয়ে কাজ করছি তার মুক্তির দাবি আদায়ে।'
রবিবার যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, জেল-জুলুম-গুম-খুনের মধ্য দিয়ে বাংলার মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। ঈদের পর দুর্বার আন্দোলনের ডাক দেবে বিএনপি। সরকার আবারও একতরফা নির্বাচনের ফন্দি এঁটেছে। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী লোকজন তা হতে দেবে না।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুট,
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, সাবেক প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মো. আছাদ উল্লাহ এবং মহাসচিব জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, আকবর আলী আবদীন, ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবুল কালাম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মো. আবুল কাসেম, সিনিয়র সহ-সভাপতি মো. আশারাফুজ্জামান, সহ -সভাপতি আবুল কাশেম সরকার, আব্দুল শালিক জাকির, মজিবুর রহমান, মাসুদ করিম মিলন, নূরুল ইসলাম আবু, আব্দুল মান্নান হোসাইন, আবুল কালাম লিটন, এম.ডি আব্দুল লতিফ খান, মোয়াজ্জেম হাসান কাজল, এস আই ঢালি, আব্দুল মান্নান দেলোয়ার, আবু বকর সিদ্দিক, জাঙ্গাহীর আলম জয়, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সুমন সরদার, মো. আবু বাকার সিদ্দিক, মো. তোফাজ্জল হোসেন, আব্দুল করিম (তানভীর), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এম ডি ফরিদী, মো. মান্নান হক, ফয়সাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. রাব্বী, কামরুল হাসান, অর্থ সম্পাদক সফিকুল সরকার (রকেট), প্রচার সম্পাদক মাঈন উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা