স্পেনের মাদ্রিদে বায়তুল মোকাররম মসজিদে রবিবার বিকেলে 'মুমিনের জীবনে রামাদান' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে 'একজন মুমিনের যা জানা আবশ্যক' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন হাফেজ হাসান বিন মুহাম্মদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ডঃ মাওলানা আব্দুল মতিন আল আজহারী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আরবি স্কুলের প্রিন্সিপাল ও লেখক নুরুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজী প্রমুখ।
সভায় বাংলাদেশি কমিউনিটির লোকজন ছাড়াও দেশি-বিদেশি অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা