বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাহরাইন বিএনপি।
দলের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব জাহাঙ্গীর তরফদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির পৃষ্টপোষক আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনূ, দলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নুরে আলম, আবুল হোসেন ভূঁইয়া, এস ডি আবুল হাশেম, সৈয়দ আহমেদ সানি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সরকার, বাহরাইন যুবদল সভাপতি আলা উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক সুমন শাকিল, সাংস্কৃতিক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিব মজুমদার, মো. শাহিন, বিনোদন ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ূথ ক্লাবের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আবু হানি মাছুম, সাংগঠনিক সম্পাদক মো. ইমনসহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল শাখার কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পরে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন দলের ধর্মবিষয়ক সম্পাদক জি এম মোখলেছ।
বিডি প্রতিদিন/ফারজানা