কাতারে বাংলাদেশিদের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশি বিজনে অ্যাসোসিয়েশন (এনআরবিবিএ) এর ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় শালিমার প্যালেস রেস্তুরাঁয় বাংলাদেশ কমিউনিটির সম্মানে সংগঠনটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মো. শাহজাহান সাজুর সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক আবুল বাকের মাতব্বর। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুুুলে ধরেন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন। রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা ইউসুফ নুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা সালাহউদ্দীন, সহ-সভাপতি আবদুল মতিন পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলীম উদ্দীন, অর্থ সম্পাদক আসিম বিল্লাহসহ বাংলাদেশ কমিউনিটির সামাজিক, রাজনৈতিক,ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা ।
হাফেজ আনোয়ারুল ইসলামের মোনাজাতের পর ইফতার ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান