যুক্তরাষ্ট্রের আটলান্টাতে অনুষ্ঠিত ৩২তম ফোবানা সম্মেলন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ওয়াশিংটনের সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি।
রবিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জি আই রাসেল এবং পরিচালনা করেন মনির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন আকতার হোসেন, মজনু মিয়া, শামীম হায়দার, কামরুল ইসলাম কামাল, বুলবুল ইসলাম, জুয়েল বড়ুয়া, হারুনুর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আটলান্টায় সদ্য অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া ২০১৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণ নিয়ে মতামত গ্রহন করা হয়। সভায় বক্তারা বৃহত্তর ওয়াশিংটনের বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের সাথে বন্ধুত্বসুলভ আচরণ, মত বিনিময়ের মাধ্যমে ঐক্যবদ্ধ করে ২০১৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করার ওপর মতামত ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৮/মাহবুব